আপনি খুব সহজেই জানতে পারবেন সকল সুজুকি বাইক দাম ২০২৩ (সুজুকি মোটরসাইকেল দাম 2023) সালের বর্তমান মূল্য তালিকা অনুযায়ী। আপনি যদি বাংলাদেশে সুজুকি স্কুটি বা বাইকের দাম কত জানতে চান এবং সঠিক বাইকটি কিনতে চান তাহলে সময় অপচয় না করে এখনি জেনে নিন আপনার পচ্ছন্দের সুজুকি মোটরসাইকেলের দাম, ছবি, তথ্যসহ বিস্তারিত।
![]() বাজাজ বাইক |
![]() ইয়ামাহা বাইক |
![]() টিভিএস বাইক |
![]() হোন্ডা বাইক |
---|
![]() সুজুকি বাইক |
![]() হিরো বাইক |
![]() রানার বাইক |
![]() কেটিএম বাইক |
---|
![]() টারো বাইক |
![]() এপ্রিলিয়া বাইক |
![]() কাওয়াসাকি বাইক |
![]() বেনেলি বাইক |
---|
সুজুকি হচ্ছে জাপানিজ মোটরসাইকেল কোম্পানি। সুজুকির মোটরসাইকেলগুলো বর্তমান সময়ে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়তা লাভ করছে বিশেষ করে বাংলাদেশে ২০১৭ সালের সমীকরণ অনূযায়ি সুজুকি মোটরসাইকেলের ব্যাপক চাহিদা বেড়েছে। অন্যান্য সকল মোটরসাইকেল কোম্পানির সাথে পাল্লা দিয়ে সুজুকি মোটরসাইকেল কোম্পানিও কিছু অসাধারণ স্পোর্টস বাইক বাজারে নিয়ে এসেছে যেগুলোর কিছু মডেলের মোটরসাইকেলের চাহিদা বাংলাদেশের মোটরসাইকেল বাজারে দিন দিন বেড়েই চলেছে যার অন্যতম কারণ হচ্ছে নজরকাড়া স্টাইলিশ ডিজাইন এবং উন্নত মানের টেকনোলোজি।
চলুন জেনে নেয়া যাক বাংলাদেশে সুজুকির কিছু জনপ্রিয় মডেলের মোটরসাইকেলের সম্পর্কে সংক্ষিপ্ত তথ্যসমূহ।
সুজুকি হায়াতেঃ সুজুকি হায়াতে হচ্ছে সুজুকি ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড ক্যাটাগরির চমৎকার একটি মোটরসাইকেল। সুজুকি হায়াতে মোটরসাইকেলটির ডিস্প্লেসিমেন্ট ইঞ্জিন হচ্ছে ১১২.৮ সিসি যার সাথে রয়েছে একটি এয়ার কোল্ড, ৪টি স্ট্রোক, একটি সিঙ্গেল সিলিন্ডার এবং এসওএইচসি ধরণের ইঞ্জিন। এই বাইকটির সর্বচ্চ স্পিড হচ্ছে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টাই এবং এটি ৬০ কিলোমিটার পর্যন্ত মাইলিয়েজ দেবে। বাইকের সামনে ও পেছনে উভয় দিকেই ড্রাম ধরণের ব্রেকিং সিস্টেম রয়েছে।
সুজুকি স্লিংশট প্লাসঃ সুজুকি স্লিংশট প্লাস হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাটাগরির একটি মোটরসাইকেল যেটির নির্মানশৈলি বেশ আকর্ষনিয় যা সহজেই মানুষকে আকৃষ্ট করতে সক্ষম। সুজুকি স্লিংশট প্লাস মোটরসাইকেলের ইঞ্জিন হচ্ছে ১২৪ সিসি এবং এর সাথে আছে একটি এয়ার কোল্ড, ৪টি স্ট্রোক, একটি সিঙ্গেল সিলিন্ডার এবং এসওএইচসি ধরণের ইঞ্জিন। এই বাইকের ব্রেকের ধরণ হচ্ছে এটির সামনে এবং পেছনে উভয় দিকেই ড্রাম ধরণের ব্রেক রয়েছে।
সুজুকি জিক্সারঃ সুজুকি জিক্সার হচ্ছে স্পোর্টস ক্যাটাগরির মোটরসাইকেল। আর এই মোটরসাইকেলটি দুটি মডেলে তৈরি করা হয়েছে যার একটি সিঙ্গেল ডিস্ক এবং একটি ডাবল ডিস্ক। সুজুকি জিক্সার বাইকের ডিস্প্লেসিমেন্ট ইঞ্জিন হচ্ছে ১৫৪.৯ সিসি যার সাথে সংযুক্ত করা হয়েছে একটি সিঙ্গেল সিলিন্ডার, একটি এয়ার কুলিং, ৪টি স্ট্রোক এবং এসওএইচসি ধরণের শক্তিশালী ইঞ্জিন। এই বাইকের সর্বচ্চ স্পিড হচ্ছে ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টাই এবং মাইলিয়েজ ৪৫ কিলোমিটার প্রতি লিটার। সুজুকি জিক্সার সিঙ্গেল ডিস্কের ব্রেকের ধরণ হচ্ছে সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক। অন্যদিকে সুজুকি জিক্সার ডাবল ডিস্কের ব্রেকের ধরণ হচ্ছে সামনে এবং পেছনে উভয় দিকেই দুটি ডিস্ক ব্রেক।
সুজুকি জিক্সার এস এফঃ সুজুকি জিক্সার এস এফ স্পোর্টস ক্যাটাগরির অসাধারণ স্টাইলিশ ডিজাইনের একটি মোটরসাইকেল। এই মোটরসাইকেলটিও দুটি মডেলে তৈরি করা হয়েছে যেখানে একটি সিঙ্গেল ডিস্ক এবং একটি ডাবল ডিস্ক। বাইক দুটির কিছু কিছু ফিচার আলাদা হলেও ডিজাইন এবং ইঞ্জিন কুয়ালিটি একই ধরণের। আর এই মোটরসাইকেলের ডিস্প্লেসিমেন্ট ইঞ্জিন হচ্ছে ১৫৪.৯ সিসি যার সাথে আছে ৪টি স্ট্রোক, একটি সিঙ্গেল সিলিন্ডার এবং একটি এয়ার কোল্ড ধরণের ইঞ্জিন। এই বাইকের সর্বচ্চ স্পিড হচ্ছে ১২৭ কিলোমিটার প্রতি ঘন্টাই এবং এতে মাইলিয়েজ রয়েছে ৪৭ কিলোমিটার প্রতি লিটারে। সুজুকি জিক্সার এস এফ মডেলের ব্রেকের ধরণ হচ্ছে সামনের দিকে ডিস্ক এবং পেছনের দিকে ড্রাম ব্রেক। এবং সুজুকি জিক্সার এস এফ ডাবল ডিস্ক মডেলের সামনে ও পেছনে উভয় পাশেই ডিস্ক ব্রেক রয়েছে।
সুজুকি জিক্সার এস এফ মোটোজিপিঃ সুজুকি জিক্সার এস এফ মোটোজিপি হচ্ছে স্পোর্টস ক্যাটাগরির একটি মোটরসাইকেল এবং এই মোটরসাইকেলটি দুটি মডেলে তৈরি করা হয়েছে একটি সিঙ্গেল ডিস্ক এবং একটি ডাবল ডিস্ক। সুজুকি জিক্সার এস এফ মোটোজিপি বাইকে ৪টি স্ট্রোক, একটি সিঙ্গেল সিলিন্ডার, একটি এয়ার কোল্ড, এসওএইচসি এবং ২টি ভাল্ভ ধরণের ইঞ্জিনের সাথে ডিস্প্লেসিমেন্ট ইঞ্জিন রয়েছে ১৫৪.৯ সিসি। এই বাইকের সর্বচ্চ স্পিড হচ্ছে ১২৭ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বাইকটিতে আপনি মাইলিয়েজ পাবেন ৪৫ কিলোমিটার প্রতি লিটারে। সুজুকি জিক্সার এস এফ মোটোজিপি সিঙ্গেল ডিস্ক মডেলের ব্রেকের ধরণ হচ্ছে সামনে ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেক। সুজুকি জিক্সার এস এফ মোটোজিপি ডাবল ডিস্ক মডেলের ব্রেকের ধরণ হচ্ছে সামনে ও পেছনে উভয় দিকেই ডিস্ক ব্রেক।
সুজুকি জিক্সার ডুয়েল টোনঃ সুজুকি জিক্সার ডুয়েল টোন হচ্ছে স্পোর্টস ক্যাটাগরির একটি বাইক। আর এই বাইকটিও দুটি মডেলে তৈরি করা হয়েছে একটি সিঙ্গেল ডিস্ক এবং একটি ডাবল ডিস্ক মডেল। সুজুকি জিক্সার ডুয়েল টোন এর উভয় মডেলের বাইকেরই ডিস্প্লেসিমেন্ট ইঞ্জিন হচ্ছে ১৫৪.৯ সিসি যার সাথে সংযুক্ত করা হয়েছে ৪টি স্ট্রোক, একটি সিঙ্গেল সিলিন্ডার এবং একটি এয়ার কোল্ড ধরণের ইঞ্জিন। এই বাইকটিতে মাইলিয়েজ রয়েছে ৪৭ কিলোমিটার প্রতি লিটার। সুজুকি জিক্সার ডুয়েল টোন সিঙ্গেল ডিস্ক মডেলের ব্রেকিং সিস্টেম হচ্ছে একটি ডিস্ক এবং একটি ড্রাম। অপরদিকে সুজুকি জিক্সার ডুয়েল টোন ডাবল ডিস্ক মডেলের সামনে ও পেছনে ডিস্ক ধরণের ব্রেক রয়েছে।
সুজুকি জিএসএক্স-আর ১৫০: সুজুকি জিএসএক্স-আর ১৫০ হচ্ছে স্টাইলিশ ডিজাইনের অসাধারণ একটি স্পোর্টস ক্যাটাগরির মোটরসাইকেল যার ডিজাইন দেখে যে কেউ মুগ্ধ হবে। এই সুজুকি জিএসএক্স-আর ১৫০ মোটরসাইকেলের ডিস্প্লেসিমেন্ট ইঞ্জিন হচ্ছে ১৪৭.৩ সিসি যেখানে এর সাথে আছে ওয়াটার কোল্ড, ৪টি স্ট্রোক, ডিওএইচসি, ৪টি ভাল্ভ এবং একটি সিঙ্গেল সিলিন্ডার ধরণের ইঞ্জিন। সুজুকি জিএসএক্স-আর ১৫০ বাইকে আপনি পাবেন ৬টি স্পিড রিটার্ণ ধরণের গিয়ার। সুজুকি জিএসএক্স-আর ১৫০ সামনে এবং পেছনে উভয় দিকেই ডিস্ক ধরণের ব্রেকিং সিস্টেম রয়েছে।
সুজুকি জি এস ১৫০ আরঃ সুজুকি জি এস ১৫০ আর স্পোর্টস ক্যাটাগরির একটি বাইক যার ইঞ্জিনে সংযুক্ত করা হয়েছে একটি এয়ার কোল্ড, ৪টি স্ট্রোক এবং এসওএইচসি ধরণের ইঞ্জিনের সাথে ১৪৯.৫সিসি ডিস্প্লেসিমেন্ট ইঞ্জিন। আর এই বাইকটি প্রতি লিটারে ৩৫ কিলোমিটার পর্যন্ত মাইলিয়েজ দেবে। সুজুকি জি এস ১৫০ আর বাইকের ব্রেকের ধরণ হচ্ছে এর সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ধরণের ব্রেক।