আপনি খুব সহজেই জানতে পারবেন সকল বাজাজ বাইক দাম ২০২৩ (বাজাজ মোটরসাইকেল দাম 2023) সালের বর্তমান মূল্য তালিকা অনুযায়ী। আপনি যদি বাংলাদেশে বাজাজ স্কুটি বা বাইকের দাম কত জানতে চান এবং সঠিক বাইকটি কিনতে চান তাহলে সময় অপচয় না করে এখনি ভিজিট করুন এবং জেনে নিন আপনার পচ্ছন্দের বাজাজ বাইকের দাম ও বাজাজ বাইক ছবি বিস্তারিত তথ্যসহ।
![]() বাজাজ বাইক |
![]() ইয়ামাহা বাইক |
![]() টিভিএস বাইক |
![]() হোন্ডা বাইক |
---|
![]() সুজুকি বাইক |
![]() হিরো বাইক |
![]() রানার বাইক |
![]() কেটিএম বাইক |
---|
![]() টারো বাইক |
![]() এপ্রিলিয়া বাইক |
![]() কাওয়াসাকি বাইক |
![]() বেনেলি বাইক |
---|
বাংলাদেশে বাজাজ মোটরসাইকেল চেনেনা এমন কোন মানুষ নেই যার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের মোটরসাইকেল জগতে বাজাজ মোটরসাইকেল কোম্পানির ব্যাপক সফলতা যা এখন পর্যন্ত অব্যাহত আছে। বাজাজ হচ্ছে ইন্ডিয়ান মোটরসাইকেল ব্র্যান্ড। আর এই মোটরসাইকেল ব্র্যান্ড শুধু ইন্ডিয়া অথবা বাংলাদেশেই নয় বিশ্বে অন্যতম জনপ্রিয় একটি মোটরসাইকেল। বাজাজ মোটরসাইকেল কোম্পানি স্পোর্টস স্ট্যান্ডার্ড এবং ক্রুজার সব ধরণের বাইকই কম বেশি উৎপাদন করে থাকে। আর এই মোটরসাইকেল কোম্পানি তাদের বেশ কিছু মোটরসাইকেল সিরিজ আকারে বাজারে নিয়ে এসেছে এবং এগুলো ব্যাপক সফলতা অর্জন করেছে তার মধ্যে বাজাজের ডিসকভার এবং পালসার সিরিজ অন্যতম। সাম্প্রতিক সময়ে বাজাজ পালসার সিরিজের মোটরসাইকেলগুলো বাংলাদেশে সব চেয়ে বেশি বিক্রয়কৃত মোটরসাইকেল।
আজকে সংক্ষিপ্ত আকারে বাজাজ এর জনপ্রিয় কিছু মোটরসাইকেল সম্পর্কে জেনে নেবো। তো চলুন জেনে নেয়া যাক বাজাজের উৎপাদিত কিছু জনপ্রিয় মোটরসাইকেল সম্পর্কে বিস্তারিত।
বাজাজ ডিসকভার ১০০ (৪জি): বাজাজ ডিসকভার ১০০ (৪জি) হচ্ছে বাজাজ মোটরসাইকেল কোম্পানির ডিসকভার সিরিজের ১০০ সিসির একটি স্ট্যান্ডার্ড ক্যাটাগরির বাইক। এই বাইকের টুইন স্পার্ক ডিটি এস আই ধরণের ইঞ্জিনের সাথে এতে ডিস্প্লেসিমেন্ট ইঞ্জিন রয়েছে ৯৪.৩৮ সিসি। বাজাজ ডিসকভার ১০০ (৪জি) বাইকের সর্বচ্চ স্পিড হচ্ছে ৯৫ কিলোমিটার প্রতি ঘন্টাই এবং এর মাইলিয়েজ ৬৫ কিলোমিটার প্রতি লিটারে। এই বাইকের ব্রেকের ধরণ হচ্ছে সামনে ১৩০ এম এম ড্রাম ব্রেক এবং পেছনে ১১০ এম এম ড্রাম ব্রেক।
বাজাজ প্লাটিনা ১০০ ইএসঃ বাজাজ প্লাটিনা ১০০ ইএস হচ্ছে বাজাজ প্লাটিনা সিরিজের ১০০ সিসির একটি স্ট্যান্ডার্ড ক্যাটাগরির মোটরসাইকেল। বাজাজ প্লাটিনা ১০০ ইএস বাইকে একটি সিঙ্গেল সিলিন্ডার, ২টি ভাল্ভ এবং ডিটিএস আই এর সাথে এক্সহাউজ টি ই সি ধরণের ইঞ্জিনের সাথে ডিস্প্লেসিমেন্ট ইঞ্জিন রয়েছে ১০২ সিসি। বাজাজ প্লাটিনা ১০০ ইএস বাইকের সর্বচ্চ স্পিড রয়েছে ৯০ কিলোমিটার ঘন্টাই এবং এর মাইলিয়েজ রয়েছে প্রতি লিটারে ৭০ কিলোমিটার পর্যন্ত। এই বাইকের ব্রেকের ধরণ হচ্ছে এর সামনে এবং পেছনে উভয় দিকেই ১১০ এম এম ড্রাম ধরণের ব্রেক।
বাজাজ প্লাটিনা ১০০: বাজাজ প্লাটিনা ১০০ হচ্ছে ১০০ সিসির একটি স্ট্যান্ডার্ড ক্যাটাগরির মোটরসাইকেল। বাজাজ প্লাটিনা ১০০ বাইকে ৪টি স্ট্রোক এবং একটি ন্যাচারাল এয়ার কোল্ড ধরণের ইঞ্জিনের সাথে ডিস্প্লেসিমেন্ট ইঞ্জিন রয়েছে ৯৯.২৭ সিসি। বাজাজ প্লাটিনা ১০০ বাইকের সর্বচ্চ স্পিড রয়েছে ৯০ কিলোমিটার ঘন্টাই এবং এর মাইলিয়েজ রয়েছে প্রতি লিটারে ৭৫ কিলোমিটার পর্যন্ত। এই বাইকের ব্রেকের ধরণ হচ্ছে এর সামনে এবং পেছনে উভয় দিকেই ড্রাম ধরণের ব্রেক রয়েছে।
বাজাজ সিটি-১০০: বাজাজ সিটি ১০০ চমৎকার একটি স্ট্যান্ডার্ড ক্যাটাগরির মোটরসাইকেল। আর এই মোটরসাইকেলের ডিস্প্লেসিমেন্ট ইঞ্জিন হচ্ছে ৯৯.২৭ সিসি যার সাথে রয়েছে একটি সিঙ্গেল সিলিন্ডার ও ৪টি স্ট্রোক ধরণের ইঞ্জিন। বাজাজ সিটি ১০০ বাইকের সর্বচ্চ স্পিড হচ্ছে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টাই এবং এর মাইলিয়েজ রয়েছে ৬৫ কিলোমিটার প্রতি লিটারে। বাজাজ সিটি ১০০ বাইকের ব্রেকের ধরণ হচ্ছে এর সামনে এবং পেছনে উভয় দিকেই ড্রাম ধরণের ব্রেক রয়েছে।
বাজাজ ডিসকভার ১২৫ এস টিঃ বাজাজ ডিসকভার ১২৫ এস টি হচ্ছে বাজাজের ডিসকভার সিরিজের চমৎকার একটি ১২৫ সিসির স্ট্যান্ডার্ড বাইক। ৪টি ভাল্ভ, টুইন স্পার্ক এবং একটি এয়ার কোল্ড ধরণের ইঞ্জিনের সাথে এই বাইকের ডিস্প্লেসিমেন্ট ইঞ্জিন রয়েছে ১২৪.৬ সিসি। বাজাজ ডিসকভার ১২৫ এস টি বাইকের সর্বচ্চ স্পিড হচ্ছে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টাই এবং এতে মাইলিয়েজ রয়েছে ৫৮ কিলোমিটার প্রতি লিটারে। এই বাইকের ব্রেকের ধরণ হচ্ছে সামনে ডিস্ক ও ড্রাম এবং পেছনে ড্রাম ধরণের ব্রেক।
বাজাজ ডিসকভার ১২৫ ডিস্কঃ বাজাজ ডিসকভার ১২৫ ডিস্ক হচ্ছে বাজাজ ডিসকভার সিরিজের ১২৫ সিসির একটি স্ট্যান্ডার্ড ক্যাটাগরির বাইক। বাজাজ ডিসকভার ১২৫ ডিস্ক বাইকে একটি সিঙ্গেল সিলিন্ডার, ২টি ভাল্ভ এবং ডিটিএস আই এর সাথে এক্সহাউজ টি ই সি ধরণের ইঞ্জিনের সাথে ডিস্প্লেসিমেন্ট ইঞ্জিন রয়েছে ১২৪.৬ সিসি। বাজাজ ডিসকভার ১২৫ ডিস্ক বাইকের সর্বচ্চ স্পিড রয়েছে ১০০ কিলোমিটার ঘন্টাই। এই বাইকের ব্রেকের ধরণ হচ্ছে এর সামনে ২০০ এম এম ডিস্ক ব্রেক এবং পেছনে ১৩০ এম এম ড্রাম ধরণের ব্রেক রয়েছে।
বাজাজ পালসার ১৫০ ডিটিএস-আইঃ বাজাজ পালসার ১৫০ ডিটিএস-আই হচ্ছে বাজাজ পালসার সিরিজের একটি স্পোর্টস ক্যাটাগরির বাইক। এই বাইকের ডিস্প্লেসিমেন্ট ইঞ্জিন হচ্ছে ১৪৯ সিসি যার সাথে সংযুক্ত করা হয়েছে ৪টি স্ট্রোক, ডিটিএস-আই, একটি এয়ার কোল্ড এবং একটি সিঙ্গেল সিলিন্ডার ধরণের ইঞ্জিন। বাজাজ পালসার ১৫০ ডিটিএস-আই বাইকের সর্বচ্চ স্পিড হচ্ছে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টাই এবং এর মাইলিয়েজ ৫৫ কিলোমিটার প্রতি লিটারে। এই স্পোর্টস বাইকের ব্রেকের ধরণ হচ্ছে এর সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ধরণের ব্রেক রয়েছে।
বাজাজ পালসার এ এস ১৫০: বাজাজ পালসার এ এস ১৫০ হচ্ছে পালসার সিরিজের আপডেটেড একটি মোটরসাইকেল। টুইন স্পার্ক, ৪টি ভাল্ভ এবং ডিটিএস-আই ধরণের ইঞ্জিনের সাথে এই বাইকটিতে ডিস্প্লেসিমেন্ট ইঞ্জিন রয়েছে ১৪৯.৫ সিসি। এই বাইকের সর্বচ্চ স্পিড হচ্ছে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টাই এবং মাইলিয়েজ রয়েছে ৫৫ কিলোমিটার প্রতি লিটারে। বাজাজ পালসার এ এস ১৫০ বাইকের ব্রেকের ধরণ হচ্ছে এর সামনে ২৪০ এম এম ডিস্ক ব্রেক এবং পেছনে ১৩০ এম এম ড্রাম ব্রেক রয়েছে।
বাজাজ অ্যাভেঞ্জার স্ট্রিট ১৫০: বাজাজ অ্যাভেঞ্জার স্ট্রিট ১৫০ হচ্ছে ক্রুজার ধরণের চমৎকার একটি বাইক। আর এই ক্রুজার বাইকে ডিস্প্লেসিমেন্ট ইঞ্জিন রয়েছে ১৪৯ সিসি যার সাথে রয়েছে টুইন স্পার্ক, ২টি ভাল্ভ এবং ডিটিএস-আই ধরণের ইঞ্জিন। এই ক্রুজার বাইকের সর্বচ্চ স্পিড হচ্ছে ১০৫ কিলোমিটার প্রতি ঘন্টাই এবং এতে মাইলিয়েজ রয়েছে প্রতি লিটারে ৪৫ কিলোমিটার। বাজাজ অ্যাভেঞ্জার স্ট্রিট ১৫০ বাইকের ব্রেকের ধরণ হচ্ছে এর সামনে ২৪০ এম এম ডিস্ক ব্রেক এবং পেছনে ১৩০ এম এম ড্রাম ব্রেক রয়েছে।
বাজাজ ডিসকভার ১৫০ এফঃ বাজাজ ডিসকভার ১৫০ এফ হচ্ছে বাজাজ ডিসকভার সিরিজের ১৫০ সিসির একটি স্ট্যান্ডার্ড ক্যাটাগরির বাইক। ১৪৪.৮ সিসি ডিস্প্লেসিমেন্ট ইঞ্জিনের সাথে একটি সিঙ্গেল সিলিন্ডার, ২টি ভাল্ভ এবং ডিটিএস আই এর সাথে এক্সহাউজ টি ই সি ধরণের ইঞ্জিন রয়েছে বাইকটিতে। বাজাজ ডিসকভার ১৫০ এফ বাইকের সর্বচ্চ স্পিড হচ্ছে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টাই এবং এর মাইলিয়েজ ৭২ কিলোমিটার প্রতি লিটারে। বাজাজ ডিসকভার ১৫০ এফ বাইকের ব্রেকের ধরণ হচ্ছে এর সামনে ২৪০ এম এম প্যাটেল ডিস্ক ব্রেক এবং পেছনে ১৩০ এম এম ড্রাম ব্রেক রয়েছে।