Bikes Compare

July 17, 2021
হিরো গ্লামার ১২৫ বাইক দাম, ফিচার রিভিউ

হিরো গ্লামার ১২৫ বাইক দাম, ফিচার রিভিউ

4.6/5 (5 Ratings)

হিরো মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল। আর

 বর্তমান সময়ে হিরো মোটরসাইকেল কোম্পানির স্পোর্টস বাইকের চাহিদা বাজারে বেশি থাকলেও অনেকদিন আগে থেকেই হিরো এর স্ট্যান্ডার্ড বাইকের ব্যাপক কদর রয়েছে বাংলাদেশে। আর হিরো এর মোটরসাইকেল গুলো গুণে মানে সব দিক থেকেই ভাল হওয়াই এর স্পোর্টস বাইকের যেমন চাহিদা রয়েছে তেমন স্ট্যান্ডার্ড বাইকের চাহিদাও ব্যাপক। আর আজকে আমি হিরো মোটরসাইকেল কোম্পানির চমৎকার একটি স্ট্যান্ডার্ড ক্যাটাগরির মোটরসাইকেল সম্পর্কে আলোচনা করবো সেটি হচ্ছে হিরো গ্লামার ১২৫। আর এই মোটরসাইকেলের উন্নত মানের সব ফিচার সমূহ আশা করি সকলের দৃষ্টি আকর্ষন করবে সহজেই। তো চলুন জেনে নেয়া যাক হিরো গ্লামার ১২৫ মোটরসাইকেলটি সম্পর্কে বিস্তারিত তথ্যসমূহ।

ডিজাইন

হিরো গ্লামার ১২৫ মোটরসাইকেলের ডিজাইন বেশ ভাল। এর আকর্ষনিয় ভিন্ন ধরণের ডিজাইন যে কারো নজর কাড়বে সহজেই। এই মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকটি খুব একটা বড় সাইজের নয় কিন্তু চমৎকার ডিজাইন করা এবং এই ফুয়েল ট্যাংকের গায়ে বড় আকারে Glamour লিখা আছে যা সহজেই মানুষের দৃষ্টি আকর্ষন করবে। এছাড়াও বাইকের ফুয়েল ট্যাংকের নিচের অংশে একটি ছোট আকারের প্লাস্টিক সেপ সংযুক্ত করা হয়েছে যা চমৎকার দেখতে এবং এটি এই বাইকের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। আর এই হিরো গ্লামার ১২৫ মোটরসাইকেলটি বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন রঙ্গে বাজারে এসেছে সেগুলো হচ্ছে ব্ল্যাক স্পোর্টস রেড, ক্যান্ডি ব্লেজিং রেড এবং শিল্ড গোল্ড ম্যাটেল্লিক।

ইঞ্জিন

৪টি স্ট্রোক, একটি সিঙ্গেল সিনিন্ডার এবং একটি ও এইচ সি সমৃদ্ধ ইঞ্জিন দিয়ে সাজানো হয়েছে এই হিরো গ্লামার ১২৫ মোটরসাইকেলের ইঞ্জিনটি। আর হিরো গ্লামার ১২৫ মোটরসাইকেলের ডিস্প্লেসিমেন্ট ইঞ্জিন হচ্ছে ১২৫ সিসি এছাড়াও বাইকের ইঞ্জিনে সংযুক্ত করা হয়েছে একটি ডিসি- ডিজিটাল সিডি আই এর সাথে টিসি আই এস ধরণের ইগ্নিশন সিস্টেম এবং বাইকটি সহজে চালু করতে এতে রয়েছে একটি ইলেক্ট্রিক ও একটি কিক স্টার্টাপ সিস্টেম যা এই বাইকটিকে দ্রুত চালু করতে আপনাকে সাহায্য করবে। আর এই বাইকের ইঞ্জিনের সর্বচ্চ পাওয়ার হচ্ছে ৬.৭২ KW (৯ বিএইচপি) এবং ৭০০০ আরপিএম এবং বাইকের সর্বচ্চ তোরকিউ হচ্ছে ১০.৩৫ এনএম এবং ৪০০০ আরপিএম।

গিয়ার

হিরো গ্লামার ১২৫ মোটরসাইকেলটিতে ৪ টি গিয়ার বক্স সংযুক্ত করা হয়েছে যার মাধ্যমে আপনি সর্বচ্চ ৪ বার বাইকের ফিয়ের পরিবর্তন করতে পারবেন

স্পিড এবং মাইলিয়েজ

মোটামুটি ভাল মানের স্পিড এবং মাইলিয়েজ রয়েছে এই হিরো গ্লামার ১২৫ মোটরসাইকেলটিতে। এই মোটরসাইকেলটি প্রতি ঘন্টায় সর্বচ্চ ১০০ কিলোমিটার গতি বেগে ছুটতে সক্ষম যা মোটামুটি ভাল মানের স্পিড। এছাড়াও এই বাইকটি আপনাকে প্রতি লিটারে ৫০ কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে সক্ষম।

ফুয়েল ট্যাংক 

হিরো গ্লামার ১২৫ মোটরসাইকেলটিতে রয়েছে চমৎকার ডিজাইনের একটি ফুয়েল ট্যাংক যা একদমি ভিন্ন ভাবে তৈরি করা হয়েছে যার কারণে এই ফুয়েল ট্যাংকটি সহজেই সবার নজর কাড়বে। আর এই ফুয়েল ট্যাংকটিতে সর্বচ্চ ১৩.৬ লিটার পর্যন্ত ফুয়েল ধারণ ক্ষমতা রয়েছে যাতে করে আপনি এই ট্যাংকটি সম্পূর্ণ ভর্তি ফুয়েলে প্রায় ৬৮০ কিলোমিটার পর্যন্ত ভ্রমন করতে পারবেন।

সাস্পেনশন

বেশ উন্নত মানের দুটি সাস্পেনশন সিস্টেম তৈরি করা হয়েছে এই হিরো গ্লামার ১২৫ মোটরসাইকেলের জন্য। এই বাইকের সামনের দিকে রয়েছে একটি টেলিস্কপিক হাইড্রলিক শক এবজরবার সাস্পেনশন এবং এর পেছনের দিকে আছে একটি রেক্ট্রেঙ্গুলার সুইং আর্ম এর সাথে ৫ স্টেপ এডজাস্টেবল হাড্রলিক শক এবজরবার ধরণের সাস্পেনশন সিস্টেম

ব্রেক

হিরো গ্লামার ১২৫ মোটরসাইকেলের দুটি শক্তিশালী ব্রেক আপনাকে এই বাইকটি সহজে নিয়ন্ত্রন করতে সাহায্য করবে। এই বাইকের সামনের দিকে রয়েছে একটি ডিস্ক ব্রেক এবং এর পেছনের দিকে রয়েছে একটি ড্রাম ব্রেক যেগুলো সত্যিই খুব মজবুত এবং শক্তিশালী।

দাম

হিরো গ্লামার ১২৫ মোটরসাইকেলটি বাংলাদেশের বাজার অনুসারে এর বর্তমান বাজার মূল্য মাত্র ১,২৪,৯০০ টাকা।

শেষ কথা

হিরো গ্লামার ১২৫ হচ্ছে হিরো মোটরসাইকেল কোম্পানির চমৎকার একটি স্ট্যান্ডার্ড ধরণের মোটরসাইকেল এর ইউনিক ডিজাইন, অসাধারণ স্পিড, ভাল মানের মাইলিয়েজ এবং এর বডিতে বিভিন্ন রঙের কারুকাজ সত্যিই যে কোন মোটরসাইকেল প্রেমিকে এই বাইকের প্রতি মুগ্ধ করবে সহজেইআর যে কোন মোটরসাইকেল প্রেমি নিঃসন্দেহে এই অসাধারণ ডিজাইনের মোটরসাইকেলটি কিনতে পারেন।   

আজকের দাম জানতে ক্লিক করুন - হিরো গ্লামার ১২৫

Comments (0)

Find Bikes & Scooters

Top Brands

Search Bikes

Recent Reviews

Recent Advice